সোমবার   ২৫ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ৯ ১৪৩০   ১০ রবিউল আউয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
১০৯

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলা শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২২  

বছরব্যাপী ফল চাষে, অর্থ-পুষ্টি দুই-ই আসে’ স্লোগানে চুয়াডাঙ্গায় ফল মেলা শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১২টায় মেলার উদ্বোধন করেন অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মেলায় জেলার কৃষি উদ্যোক্তা ও স্থানীয় বিভিন্ন সংগঠন স্টল দিয়েছে। 

আয়োজকরা জানান, মেলার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশীয় ও বিদেশি ফলের পরিচিতি ঘটানো সম্ভব হবে। একইসাথে বিভিন্ন ধরনের ফল চাষে উদ্যোক্তাদের উৎসাহিত করা যাবে।

আয়োজনে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. এখলাছ উদ্দিন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর প্রমুখ

আয়োজকরা জানান, মেলায় দেশি বিদেশি বিভিন্ন ফলের সমাহার ঘটানো হয়েছে। মেলার মাধ্যমে ফলচাষে নতুন উদ্যোক্তা তৈরি হলে এ আয়োজন সফল হবে। 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর