বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো চুয়াডাঙ্গা জেলা সেবা দ্রুত বাড়াতে ৯৯৯-এ যুক্ত হচ্ছে কলার লোকেশন ট্র্যাকার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
৩৫

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে: মেয়র লিটন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ২৯ জানুয়ারির জনসভাটি রাজশাহীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আসছেন। এই ৫ বছরে প্রধানমন্ত্রীর রাজশাহী মহানগরী, জেলা ও আশপাশের জেলায় যে উন্নয়ন দিয়েছেন, সেজন্য জনসভা থেকে তাকে ধন্যবাদ জানাতে চাই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।

শনিবার রাজশাহীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে প্রায় এক মাস ধরে আমরা প্রস্তুতি নিয়েছি। জেলা  ও মহানগরের যৌথ সভা, উপ-কমিটি গঠনসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছি। পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ জেলাও আমরা সফর করেছি। রাজশাহী উপজেলা পর্যায়ে আমরা সফর করেছি। জনসভায় পাঁচ থেকে সাত লাখ মানুষের জনসমাগম হবে।

তিনি বলেন, রাজশাহী মাদরাসা মাঠটি ঐতিহাসিক একটি মাঠ। এখানে মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একাধিকবার জনসভায় ভাষণ দিয়েছেন। সেই কারণে মাদরাসা মাঠেই জনসভার আয়োজন করা হয়েছে। মাঠের আশপাশে যত জায়গা-সড়ক আছে, সব এলাকাকে জনসভাস্থল হিসেবে চিহ্নিত করেছি। সেখানে ২২০টি মাইক ও ১২টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে। যাদের মাঠে জায়গা হবে না, তারা বাইরে থেকেও প্রধানমন্ত্রীকে দেখতে-বক্তব্য শুনতে পারবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মাসেতু, মেট্রোরেল, মডেল মসজিদ উদ্বোধন করেছেন। এ বছর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল উদ্বোধন করবেন। সবকিছু মিলে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন প্রধানমন্ত্রী। মানুষ উৎফুল্ল, বিশেষ করে নতুন ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করছি। নারীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করেছি। জনসভায় বিপুল সংখ্যক নারী ও নতুন ভোটার উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, মেরিনা আখতার কবিতা, মাগুরার এমপি সাইফুজ্জামান শিখর, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল প্রমুখ।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর