বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো চুয়াডাঙ্গা জেলা সেবা দ্রুত বাড়াতে ৯৯৯-এ যুক্ত হচ্ছে কলার লোকেশন ট্র্যাকার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
২৪১

সজনের বাম্পার ফলনে খুশি মেহেরপুরের চাষিরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

সজনে ডাঁটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটি সবজি। কীটনাশকমুক্ত নির্ভেজাল সবজি হিসেবে  সজনে বাজারে বিক্রি হয় উচ্চমূল্যে। এটি পতিত জমি, রাস্তার পাশে ও আনাচে-কানাচে কোনো প্রকার সার, সেচ ও কীটনাশক ছাড়াই উৎপাদন হয়। ফলে বিনা ব্যয়ে স্বাস্থ্যসম্মত এই সবজির ভালো দাম পাওয়ায় খুশি মেহেরপুরের চাষিরা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ব্যাপকহারে ধরেছে শজনে ডাঁটা। ডাঁটার ভারে নুইয়ে পড়ছে গাছের শাখা-প্রশাখাগুলো। অনান্য সবজির চেয়ে বহুগুণে গুণান্বিত এই শজনে ডাঁটার বাণিজ্যিক বাজার সৃষ্টি হওয়ায় ব্যাপক চাহিদার পাশাপাশি দামও ভালো পাচ্ছেন চাষিরা। শুরুর দিকে ৪ থেকে ৫০০ টাকা কেজি দরে সজনে ডাঁটা বিক্রি হয়েছে। এখন বাজারে ব্যাপক আমদানি হওয়ায় দাম কিছুটা কমেছে। তবুও ১০০ টাকা থেকে ১২০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে সজনে ডাঁটা। ফলে লাভবান হচ্ছেন চাষিরা।

মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শজনে চাষি খোকন মিয়া জানান, আমাদের গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই সজনে ডাঁটা হয়। এর কোনো উৎপাদন ব্যয় নেই। শুধু ডাল কেটে লাগিয়ে দিলেই গাছ হয়ে যায়।

একই গ্রামের আরেকজন চাষি মো. সবুজ বলেন, আমার বাড়ির পরিত্যক্ত জায়গায় বাবার হাতে লাগানো পাঁচটি সজনে গাছ থেকে নিজেদের খাবারের চাহিদা মিটিয়েও, প্রতিবারই ডাঁটা বিক্রি করে ভালো টাকা আয় করি। তবে শুরুর দিকে অর্থাৎ ডাঁটা যখন চিকন থাকে তখন দামটা অনেক বেশি পাওয়া যায়।

সদর উপজেলার আমঝুপি গ্রামের সবজি ব্যবসায়ী মন্টু মিয়া বলেন, আমরা সবজি ব্যবসায়ীরা গ্রাম থেকে  সজনে ডাঁটা কিনে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করে থাকি। শুরুর দিকে বাজারমূল্য অনেক চড়া ছিল কিন্তু এখন অনেকটাই দাম কমেছে।

এ বিষয় নিয়ে মেহেরপুর উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম সময় সংবাদকে বলেন,  সজনে একটি নিরাপদ সবজি। এতে কোনো সার, কীটনাশক ব্যাবহার করা হয় না। যার ফলে এর চাহিদা অনেকগুণ বেড়ে গেছে। দেহের জন্য খুবই উপকারী এই সবজি। কৃষকদের শজনে ডাঁটা চাষে উৎসাহ দেয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর