সোমবার   ২৫ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ১০ ১৪৩০   ১০ রবিউল আউয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
১৪৬

শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে সভা

খোকসা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

কুষ্টিয়ার খোকসায় শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. সদর উদ্দিন খান। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মুক্তিযোদ্ধারা ভালো থাকবেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে ভাতা ও বীরনিবাস (গৃহ) নির্মাণসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তারিকুল ইসলাম, উপজেলা বিআর ডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, শিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রমুখ।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর