বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো চুয়াডাঙ্গা জেলা সেবা দ্রুত বাড়াতে ৯৯৯-এ যুক্ত হচ্ছে কলার লোকেশন ট্র্যাকার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
২২

রোনালদোসহ যারা থাকছেন ইউরো বাছাইয়ে পর্তুগাল দলে

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

কাতার বিশ্বকাপের পর থেকে ক্রিস্টিয়ানো রোনালদো ও পেপের পর্তুগাল জাতীয় দলের খেলা নিয়েছিল অনিশ্চয়তা। সেটাকে দূর করে দিলেন নতনু স্প্যানিশ কোচ রবের্তো মার্তিনেস। এই দুই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে রেখে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের পর্তুগাল দল ঘোষণা করেছেন তিনি। 

শুক্রবার (১৭ মার্চ) নতুন কোচ প্রথমবারের মতো দল ঘোষণা করেন। স্প্যানিশ এই কোচের ২৬ সদস্যের দলে নেই তেমন কোনো চমক। বাছাই পর্বের প্রথম ম্যাচে আগামী শুক্রবার (২৪ মার্চ) লিখটেনস্টাইন বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে ২০১৬ ইউরোজয়ীরা। পরের ম্যাচে আগামী ২৭ মার্চ তারা খেলবে লুক্সেমবার্গের বিপক্ষে।

পর্তুগাল ও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলস্কোরার রোনালদোর জন্য গত বিশ্বকাপ ছিল হতাশাজনক। তার দল বিদায় নেয় কোয়ার্টার-ফাইনাল থেকে। আসরে মাত্র এক গোল করা এই মহাতারকা শেষের দুই ম্যাচে শুরুর একাদশে জায়গা হারান। 

ওই সময়ের কোচ ফের্নান্দো সান্তোসের সঙ্গে বনিবনাও ঠিকঠাক হচ্ছিল না বলে সংবাদমাধ্যমে খবর এসেছিল। বিশ্বকাপ ব্যর্থতায় সান্তোস চাকরি হারান। আর তার জায়গায় দায়িত্ব গ্রহণ করেন বেলজিয়ামের সাবেক কোচ রবের্তো মার্টিনেজ। 

দায়িত্ব নিয়েই তিনি বলেছিলেন, তার পরিকল্পনায় আছেন ৩৮ বছর বয়সী রোনালদো। দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ডিফেন্ডার পেপে। ৩৯ বছর বয়সী এই ফুটবলারও ছিলেন কাতার বিশ্বকাপের দলে।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর