সোমবার   ২৫ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ১০ ১৪৩০   ১০ রবিউল আউয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
৮৮৯

যুব উন্নয়নে উদ্যোগে খোকসায় সপ্তাহব্যাপী পোষাক তৈরী প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১  

খোকসায় সপ্তাহব্যাপী পোষাক তৈরী প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা যুব উন্নয়ন অফিস। ২২ সেপ্টেম্বর এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়। প্রশিক্ষণে চরপাড়া এলাকার ৬০ জন যুব নারী বিভিন্ন গ্রুপে পোষাক তৈরীতে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন বলেন, জীবনে ভাল থাকতে প্রশিক্ষণ নিন। জীবন গঠনে নারীদের স্বাবলম্বী হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসুন। আত্ম-কর্মসংস্থানের অধিকারী হয় নিজের পরিবারের ও দেশের কল্যাণে এগিয়ে আসুন। পারিবারিক কলহ পরিহার করে বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে নারী সমাজ এগিয়ে আসুন।

গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ব্রাক চরপাড়া মাল্টিক্লাস স্কুলের হলরুমে ২০২১- ২০২২ অর্থ বছরের রাজস্ব খাতে অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমান প্রশিক্ষণে কুষ্টিয়া জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক রিয়াজুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ বদিউজ্জামান। 

অনুষ্ঠানে বক্তব্যদেন খোকসা উপজেলা ব্রাক ম্যনেজার আবুল হুসাইন বিশ্বাস, সহকারী যুব কর্মকর্তা মোহাঃ আবুল কাশেম। প্রশীক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবিন, হুমায়ুন কবির প্রমুখ।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর