বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো চুয়াডাঙ্গা জেলা সেবা দ্রুত বাড়াতে ৯৯৯-এ যুক্ত হচ্ছে কলার লোকেশন ট্র্যাকার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
৯২

মেহেরপুরে ২৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ২৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহড়াতলা ক্যাম্প। ৪৭-বিজিবির সহড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিজয় মাঠপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি এই ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

রোববার দুপুরের দিকে ৪৭-বিজিবির সহড়াতলা ক্যাম্পের হাবিলদার মো. বজলুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টিম গোপন সংবাদের খবর পেয়ে মাদক ও চোরাচালান-বিরোধী অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করেন।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা। পরিত্যক্ত ফেনসিডিল উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে গাংনী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ফেনসিডিল বিজিবির সদর দফতর মিরপুরে নেয়া হয়েছে।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর