সোমবার   ২৫ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ১০ ১৪৩০   ১০ রবিউল আউয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
৫৫

মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উৎযাপিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয় সামনে এসে শেষ হয়। পরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসক মো. শামিম হাসানের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামসহ বিভিন্ন দফতরের দফতর প্রধান, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে একই প্রতিপাদ্য নিয়ে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে তিন দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

গাংনী উপজেলা পরিষদের চেয়ার‌্যান এমএ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন মেলার ফিতা কেটে উদ্বোধন করেন মেহেরপুর ২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান। 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর