বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো চুয়াডাঙ্গা জেলা সেবা দ্রুত বাড়াতে ৯৯৯-এ যুক্ত হচ্ছে কলার লোকেশন ট্র্যাকার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
৮৩

ভেড়ামারা কৃষি ব্যাংকের উদ্যোগে ঋণ বিতরণ

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

কুষ্টিয়ার বাংলাদেশ কৃষি ব্যাংক ভেড়ামারা শাখার উদ্যোগে প্রান্তিক চাষিদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বুধবার দুপুরে ঋণ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সামছুল হক চেয়ারম্যান এর সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান খান মহা-ব্যবস্থাপক বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়া ও খুলনা বিভাগ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহনেওয়াজ মোঃ মোস্তফা কামাল ফয়সাল বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়া বিভাগ, ইউসুফ আলী রুশো (শাখা ব্যবস্থাপক) ভেড়ামারা, আবু হাশেম  মিয়া মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কুষ্টিয়া বিভাগ, মেহেদী মন্ডল মুখ্য কর্মকর্তা কুষ্টিয়া বিভাগ। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নজরুল ইসলাম (মেম্বর), কামাল হোসেন (সাবেক মেম্বর), বজলু রহমান মেম্বার, মোছাঃ নার্গিস মেম্বর, মোছাঃ মনোয়ারা মেম্বর, প্রান্তিক কৃষক হামিদুর রহমান, মোস্তাফিজুর , মাজেদুল হক।

প্রধান অতিথি আশরাফুজ্জামান খান বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে লেনদেন, ঋণগ্রহণ বা কোন প্রয়োজনে ভেড়ামারা শাখায় কোনো মধ্য স্বত্যভোগির সরোনাপন্ন হওয়ার প্রয়োজন হয় কিনা? উত্তরে উপস্থিত কৃষকগণ এবং চেয়ারম্যান সাহেব সমস্বরে বলে উঠেন বর্তমানে কৃষি ব্যাংক ভেড়ামারা শাখায় ঋণ গ্রহণ বা লেনদেনে কোন মধ্য স্বত্যভোগির প্রয়োজন হয় না। কৃষকদের উত্তোলিত দাবি সমূহ বাংলাদেশ কৃষি ব্যাংক এর নীতি নির্ধারণী বোর্ডে সুপারিশ করার ওয়াদা করেন। 

পাশাপাশি প্রবাসীদের অর্থ লেনদেন সহ কৃষকদের সব ধরনের আর্থিক লেনদেন সুবিধা বাংলাদেশ কৃষি ব্যাংক সহজ শর্তে সেবা প্রদানের নিশ্চয়তা দেন। 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর