সোমবার   ২৫ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ১০ ১৪৩০   ১০ রবিউল আউয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
১১২

প্যারিস ফ্যাশন উইকে হাঁটবেন বাংলাদেশের তিফা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

প্যারিসকে বলা হয় ফ্যাশন অব সিটি। আসন্ন প্যারিস ফ্যাশন উইকে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ১৭’-এর তৌহিদা তাসনিম তিফা।

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ফ্যাশন উইকে তিফা অংশ নেবেন এজেন্সি সাউন্ডপেস এজেন্সির হয়ে। তার শো অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর, প্যারিসের হাইটেক মোডা প্যারিসের এসএআরএল সালোঁ ডি মিরোয়ারসে। এদিন তিনি পা মেলাবেন দুবাইভিত্তিক ফিলিপিনো ডিজাইনার ক্রিস্টাল অ্যানের পোশাকে।

বাংলাদেশি হিসেবে প্যারিস ফ্যাশন উইকের মতো বড় আসরে অভিষেক হচ্ছে তিফার। এবারই প্রথম তিনি এত বড় আসরে পারফর্ম করতে যাচ্ছেন। তিনি বলেন, প্যারিস ফ্যাশন উইকের মতো ফ্যাশন উৎসবে অংশগ্রহণ করতে পারা মডেলদের স্বপ্ন। পুরো বিশ্ব থেকেই এখানে অনেকে অংশ নেন। বাংলাদেশের হয়ে আমি এই আসরে অংশ নিতে পারায় বেশ গর্ববোধ করছি।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার-আপ হন তৌহিদা তাসনিম তিফা। এরপর ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর সেরা দশে ছিলেন। মডেলিংয়ের বাইরে তিনি নাটকেও অভিনয় করেন। এর বাইরে তিনি একজন সমাজকর্মী।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর