সোমবার   ২৫ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ১০ ১৪৩০   ১০ রবিউল আউয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
১০৬৮

ভেড়ামারায় ইউপি নির্বাচন

নৌকা প্রতীক পেতে ৬ আসনে ২২ প্রার্থীর আবেদন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১  

কুষ্টিয়া জেলা ভেড়ামারার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর। এই নির্বাচন ঘিরে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়তে ২২ প্রার্থী আবেদন করেছেন। 

ওই ২২ জনের নামের তালিকা গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে আবেদন পত্র জমা দিয়েছেন ওই এলাকার দলীয় নেতৃবন্দ।

বাহিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৬ জন আবেদন পত্র জমা দিয়েছেন তারা হলেন,
বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা বেগম, বাহিরচর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মেম্বার, ভেড়ামারা উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী জাকিরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. মারুফ বিল্লাহ ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ।

ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে আবেদন পত্র জমা দিয়েছেন- ইউনিয়ন আ’লীগের সভাপতি সামসুল হক, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহাবুল আলম লালু, ইউনিয়ন আ’লীগের উপদেষ্টা সেকেন্দার আলী ও ইউনিয়ন আ’লীগের নির্বাহী কমিটির সদস্য বিএম মাহাফুজ হাসান নয়ন।

মোকারিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থী হিসেবে আবেদন পত্র জমা দিয়েছেন। বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সামাদ।

জুনিয়াদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন- বর্তমান চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত, ভেড়ামারা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান ও ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক কেএম শাহানুল হক।

চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৫ জন আবেদন পত্র জমা দিয়েছেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি বুলবুল কবির, সাবেক চেয়ারম্যান হাজী গিয়াস উদ্দিন সোনা, ভেড়ামারা উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  মজিবুল হক মুকুল, উপজেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন গামা, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেতে ৩ জন আবেদন পত্র জমা দিয়েছেন। তারা হলেন-  ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন ও যুগ্ম সম্পাদক হাসান সরোয়ার।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর