সোমবার   ২৫ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ১০ ১৪৩০   ১০ রবিউল আউয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
১০৬

দর্শনায় নৌকা প্রতীকের সম্ভাব্য ৯ প্রার্থীর সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য ৯ জন প্রার্থী এক মঞ্চে সমবেত হয়ে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার সন্ধ্যায় দর্শনা বাসস্ট্যান্ডে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আজাদুল ইসলাম আজাদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজাদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ বড় দল। একাধিক সম্ভাব্য প্রার্থী থাকা স্বাভাবিক। এর মধ্যে মনোনয়ন বোর্ড নিশ্চয় সেরা প্রার্থীটি বেছে নেবেন। লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন, জাতীয় ও স্থানীয় নির্বাচনে যে সকল দল-বিরোধী নেতৃবৃন্দ নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দলের লক্ষ লক্ষ নেতাকর্মী উজ্জীবিত হবে। দলের প্রতি আস্থার জায়গাটাও সুদৃঢ় হবে।
 
সংবাদ সম্মেলনে সম্ভাব্য ৯ জন প্রার্থী মঞ্চে উপস্থিত থাকলেও বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগরসহ আরো কয়েকজন সম্ভাব্য প্রার্থী উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার আগে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, আজকের সংবাদ সম্মেলনে যাতে নেতাকর্মীরা আসতে না পারেন সেজন্য পথে পথে বাধা দেওয়া হয়েছে। হুমকি দেওয়া হয়েছে। যার ইন্ধনে এসব হয়েছে আমি তার নাম উচ্চারণ করতে চাই না। সকল নেতাকর্মী তা জানেন, সাংবাদিকরাও জানেন। 
লিখিত বক্তব্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আরো স্বাক্ষর করেছেন এবং মঞ্চে উপস্থিত ছিলেন বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামলী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সাধারণ সম্পাদক মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু, কৃষিবিদ ড. হামিদুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, যুবলীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট শাহরিয়ার কবির ও দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক নূর হাকিম। 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর