বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো চুয়াডাঙ্গা জেলা সেবা দ্রুত বাড়াতে ৯৯৯-এ যুক্ত হচ্ছে কলার লোকেশন ট্র্যাকার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
৩৪

চুয়াডাঙ্গায় তিনদিনের জেলা ইজতেমা শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়া সার্কিট হাউজ সংলগ্ন ময়দানে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা। শনিবার ফরজের নামাজের পর ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা সিরাজুল ইসলামের আমবয়ানের মধ্য দিয়ে এই ইজতেমার কার্যক্রম শুরু হয় বলে জানান আয়োজক কমিটির মোহাম্মদ আব্দুল ওদুদ।

পরে সকাল ১০ থেকে আলোচনা শুরু করেন কাকরাইল মসজিদের আরেক মুরুব্বি মাওলানা মাহমুদুল্লাহ।

মোহাম্মদ আব্দুল ওদুদ বলেন, ইজতেমায় অংশগ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ময়দানে এসে সমবেত হচ্ছেন মানুষ। শুক্রবার সন্ধ্যা থেকেই জেলার কার্পাসডাঙ্গা, আলমডাঙ্গা, মুন্সীগঞ্জ, দামুড়হুদা এলাকা থেকে অনেকে বিছানাপত্র ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ইজতেমায় এসে পৌঁছেছেন।

১০ হাজার মানুষ এ ইজতেমায় অংশগ্রহণ করবেন বলে মনে করছেন ইজতেমার দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল ওদুদ।

তিনি জানান, আগামী সোমবার বেলা ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।

ইজতেমা মাঠের জিম্মাদার তাবলিগ জামায়াতের চুয়াডাঙ্গা জেলার শুরা সদস্য মো. সদর উদ্দিন বলেন, সুশৃংখলভাবে আমাদের ইজতেমার কাজ শুরু হয়েছে। শুক্রবার রাতে অনেকে এসে পৌঁছেছেন। শনিবার সকাল থেকেও মানুষ দলে দলে এসে ইজতেমা মাঠে সমবেত হচ্ছেন।

তাবলিগ জামায়াতের বিশ্ব মার্কাজের মুরুব্বি নিজামুদ্দিনের অনুসারিরা এ ইজতেমার আয়োজন করেছেন বলে জানান তিনি।

এদিকে ইজতেমার মাঠে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে চুয়াডাঙ্গা থানার ওসি মাহাব্বুর রহমান জানান, ইজতেমায় আসা মানুষদের নিরাপত্তার বিষয়ে সবসময় সজাগ রয়েছে পুলিশ প্রশাসন। মাঠে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যহত রয়েছে বলে জানান ওসি।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর