সোমবার   ২৫ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ৯ ১৪৩০   ১০ রবিউল আউয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
৩৩

গ্রামগুলো এখন শহরে পরিণত হয়েছে: মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের এমন কোনো প্রান্ত নেই যে, সেখানে শেখ হাসিনার উন্নয়ন পৌঁছায়নি। চিকিৎসার জন্য এখন আর জেলা শহরে দৌড়াতে হয় না, শিক্ষার জন্য দৃষ্টিনন্দন ভবন হয়েছে, অলিগলি পাকা রাস্তা হয়েছে। গ্রামগুলো আর চেনা যায় না, সেগুলো এখন শহরে পরিণত হয়েছে। গতকাল রবিবার স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

ফরহাদ হোসেন আরো বলেন, সরকারের সদিচ্ছার বাস্তবায়ন হয় স্থানীয় সরকারের প্রতিনিধির মাধ্যমে। তাই তাদের সৎ ও জনবান্ধব হওয়া খুবই জরুরি। জননেত্রী শেখ হাসিনা জনগণের জীবনমান উন্নয়নে দিনরাত কাজ করে চলেছেন। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ এগিয়ে নিতে প্রধানমন্ত্রী যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার নমুনা জনগণ দেখেছেন এবং দেখছেন। শুধু মেহেরপুরে দুস্থ মানুষকে স্বাবলম্বী করার জন্য ১৪শ মানুষকে প্রায় ১৫ কোটি টাকা সহজ শর্তে ঋণ দিয়েছেন। সারাদেশেই প্রকল্পটি চালু হবে অচিরেই। এত সুন্দর চিন্তাভাবনা এর আগে কোনো সরকার করতে পারিনি।

মেহেরপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলামের সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, সদর থানার ওসি সাইফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলার আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

মেলায় সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে স্টল সাজিয়েছেন। আগামী ১৯ সেপ্টেম্বর মেলা শেষ হবে। মেহেরপুর সদর উপজেলার আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর