বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো চুয়াডাঙ্গা জেলা সেবা দ্রুত বাড়াতে ৯৯৯-এ যুক্ত হচ্ছে কলার লোকেশন ট্র্যাকার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
২০

ক্যাম্পের মাঝামাঝিতেেই যোগ দিলেন দুই ফুটবলার

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

চলতি মাসের ২৫ ও ২৭ তারিখে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেজন্য ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সেখানে ২ ফুটবলার ছাড়াই সৌদি আরবে ক্যাম্প করেছিল বাংলাদেশ দল।

পাসপোর্ট জটিলতায় রবিউল ও ইব্রাহিম সেখানে যেতে পারেনি। দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন এই দুই ফুটবলার। 

শনিবার (১৮ মার্চ) থেকে সিলেটে আবারো অনুশীলন শুরু করবেন জামাল ভূঁইয়ার দল।  ১২ দিন অনুশীলন করা ২৫ ফুটবলার এক ধরনের ছন্দে রয়েছেন। তাদের সঙ্গে নতুন ২ জন কিভাবে মানিয়ে নেবেন এই প্রসঙ্গে জাতীয় দলের সহকারি কোচ হাসান আল মামুন বলেন, ‘তাদেরকে হেড কোচ দেখতে চান। তারা যদি দলের ছন্দের সঙ্গে নিজেদের মেলাতে পারলে থাকবেন। তাল মেলাতে না পারলে যে কোনো সিদ্ধান্ত নেবেন কোচ।’

ইব্রাহীম ও রবিউল জাতীয় দলে এবারই প্রথম নয়। দেশের বাইরেও তারা একাধিক ম্যাচ খেলেছেন। পাসপোর্টের মেয়াদ শেষে নবায়ন করাননি তারা।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর