বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো চুয়াডাঙ্গা জেলা সেবা দ্রুত বাড়াতে ৯৯৯-এ যুক্ত হচ্ছে কলার লোকেশন ট্র্যাকার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
৭৩

কুষ্টিয়ায় পাঁচ হাজার চাষি পেল সার ও বীজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

কুষ্টিয়া মিরপুরে চলতি অর্থবছরের ২০২২-২০২৩ খরিপ-১ প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৮শ জন চাষির মধ্যে বিনামূল্যে ধান, পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বর থেকে এসব বীজ বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়াদ্দার, উপজেলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজ প্রমুখ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল আল মামুন জানান, গতকাল ৪ হাজার ৮০০ কৃষককে ৫ কেজি করে উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি রাসায়নিক সার, ১০ কেজি এমওপি ও ৩ হাজার জন কৃষককের মাঝে (রবি-১ জাত) ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়েছে। অন্যদিকে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় মোট ১৪৫ জন কৃষকের মাঝে বিভিন্ন সবজীর বীজ, গাছের চারা, নেট , ঝাঁঝরি ও বীজ সংরক্ষণ পাত্র, জৈব সার বিতরণ করা হয়।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর