বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো চুয়াডাঙ্গা জেলা সেবা দ্রুত বাড়াতে ৯৯৯-এ যুক্ত হচ্ছে কলার লোকেশন ট্র্যাকার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
২৪

এবার টি-টোয়েন্টিতে ইংলিশ পরীক্ষা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই হেরে বসেছিল বাংলাদেশ। অথচ সিরিজের প্রথম ওয়ানডেটা একটু এদিক সেদিক হলে ফলটা ভিন্ন হতে পারতো। তখন হয়তো বিজয়ীর হাসি থাকতো তামিম ইকবালের মুখে।

প্রথম ওয়ানডেতে ২০৯ রান করেও একটা সময় জয়ের ভালো সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। শেষ মুহূর্তে গিয়ে ৩ উইকেটে হেরে যায় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য বাংলাদেশ পাত্তাই পায়নি ইংলিশদের কাছে। হারে ১৩২ রানের বিশাল ব্যবধানে।

তবে শেষটায় ঠিকই হেসেছে তামিমের দল। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা। এড়ায় হোয়াইটওয়াশের লজ্জা। সিরিজ শেষে একটাই আক্ষেপ, প্রথম ওয়ানডেটা যদি জেতা যেতো!

তবে যা গত হয়েছে, তা গত। সামনে এবার টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। এবার অধিনায়ক তামিম ইকবাল নন, সাকিব আল হাসান। ফরম্যাট আর অধিনায়ক বদলের সঙ্গে কি ভাগ্য বদল হবে?

আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামে জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ম্যাচটি শুরু হবে বেলা তিনটায়। সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টি দল কি পারবে শুভ সূচনা করে ইংলিশদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে?

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর