বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৪ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ঈদের সময় রেমিট্যান্স এসেছে সাড়ে ৯ হাজার কোটি টাকা হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু: ওবায়দুল কাদের দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.১ শতাংশ: এডিবির পূর্বাভাস চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি দুটি যুদ্ধ জাহাজের পাহারায় আমিরাতের পথে এমভি আব্দুল্লাহ চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান বাংলাদেশে আশ্রয় নিলেন বিজিপির আরও ১৩ সদস্য
১২১০

৪১ রান তাড়া করতে গিয়েও হেরে গেল বাংলাদেশ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২  

মেয়েদের এশিয়া কাপে ব্যাটিংয়ে চরম করুণদশা বাংলাদেশের। মাত্র ৪১ রানই তাড়া করে জিততে পারলেন না বাংলাদেশের মেয়েরা।

একজন ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক নিগার সুলতানার ব্যাট ছুঁয়ে। তাও মাত্র ১২ রান।

আর বাকি সবার রান পাশাপাশি দাঁড় করালে কারও টেলিফোন বা মোবাইল নম্বর মনে হবে।

রোববার এশিয়া কাপের ১৮তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হন স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করে ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান তুলতে সক্ষম হন লংকার মেয়েরা।

এর পরেই বৃষ্টি নেমে বাংলাদেশের ব্যাটিং ইনিংস বিলম্বিত হয়। পর বৃষ্টি আইনে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৭ ওভারে। বাংলাদেশের জন্য টার্গেট ধরে দেওয়া হয় ৪১ রান।

আর লংকান বোলারদের তোপে ৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭ রান করতে পেরেছে বাংলাদেশ।

ফলে ৩ রানে জয় পেয়েছে শ্রীলংকা।

এ পরাজয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেল বাংলাদেশের। এখন মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেই হবে না, থাইল্যান্ডের শেষ ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে নিগার সুলতানাদের।

মাত্র ৪৭ রানের তাড়ায় দ্বিতীয় ওভার থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।  ৬ষ্ঠ ওভারেই ৪ উইকেট হারিয়েছে বিপাকে পড়েন টাইগ্রেসরা।  মূলত তখনই পরাজয় নিশ্চিত হয়ে যায়।  কারণ জয়ের জন্য তখনও এক ওভারে করতে হতো ১৭ রান।

টেলএন্ডাররা সেই ১৭ রান করতে পারেননি। শেষ ওভারে সালমা খাতুন রানআউট হলে সেই ওভার থেকে আসে ৭ রান।

শ্রীলংকার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন ইনোকা রানাবিরা। দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া ওশাদি রানাসিংহের শিকার এক উইকেট।  ম্যাচে দুটি রানআউট হয়েছেন বাকি দুজন।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর