শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
২৬৪১

মাছ ধরতে গিয়ে ছিপে উঠে এলো ‘জলদানব’!

প্রকাশিত: ২৩ মে ২০২২  

ছিপ দিয়ে মাছ ধরছিলেন এক ব্যক্তি। সুতোয় টান পড়তেই তিনি ভেবেছিলেন পেল্লায় আকারের কোনো মাছ ধরা পড়েছে। আনন্দের সঙ্গেই ছিপের সুতো গুটিয়ে সেটিকে পাড়ে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু ডাঙায় উঠে এলো ‘জলদানব’!

জাস্টিন জর্ডন নামে আমেরিকার টেক্সাসের ওই ব্যক্তি একটি ছবিও নেটমাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কালো কুচকুচে কুমিরের মতো দেখতে একটি প্রাণী। দেখে কোনোভাবেই মাছ বলে মনে হবে না। প্রাণীটিকে দেখেই আঁতকে ওঠেন জর্ডন। কুমিরের মতো মুখ, ধারালো দাঁত, কদাকার দেখতে ওই প্রাণীটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।

অত্যন্ত বিরল প্রজাতির মাছ ‘অ্যালিগেটর জার’।

অত্যন্ত বিরল প্রজাতির মাছ ‘অ্যালিগেটর জার’।

জানা গিয়েছে, কদাকার দেখতে ওই প্রাণীটি আসলে অত্যন্ত বিরল প্রজাতির মাছ। যেটিকে ‘অ্যালিগেটর জার’ বলা হয়। উত্তর এবং মধ্য আমেরিকায় এই প্রজাতির মাছ দেখতে পাওয়া যায়। আকারে বিশাল হয়। গায়ের রং কুচকুচে কালো অথবা জলপাইরঙা হয়। মাছের ছবিটি নেটমাধ্যমে শেয়ার হতে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘ভয়ানক!’ কেউ আবার বলেছেন, ‘ভিনগ্রহের প্রাণী’।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর