শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
৮৩

বাবর গ্রেট, তার সেরা ফর্ম এখনও আসেনি: রিকি পন্টিং

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩  

তিন ফরমেটের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন বাবর আজম। বৃহস্পতিবার আইসিসি তাকে এই স্বীকৃতি দিয়েছে। অধিনায়কত্ব নিয়ে সমালোচনার মধ্যে বাবরের এই স্বীকৃতির প্রশংসা হচ্ছে সর্বত্র। 

পাকিস্তান অধিনায়কের খেলার ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেছেন, বাবর নি:সন্দেহে একজন গ্রেট ক্রিকেটার। তার সেরা ফর্ম এখনও দেখেনি ক্রিকেট বিশ্ব।

আইসিসি রিভিও নিয়ে কথা বলার সময় বাবরকে নিয়ে পন্টিংয়ের মূল্যায়ন, 'টেকনিক্যালি সে খুবই ভালো। সে স্পিন খুব ভালো খেলতে পারে। সে পেস বলও অসাধারণ খেতে পারে। ভিন্ন ভিন্ন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর দক্ষতা তার রয়েছে। যেটি একজন ভালো খেলোয়াড় ও গ্রেট খেলোয়াড়ের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়।

ভিন্ন পরিস্থিতিতে খাপ খাওয়ানোর জন্য খেলোয়াড়কে গড়ে তোলতে হয়। আমি দেখেছি বাবর এই ক্ষেত্রে পারফেক্ট।

গ্রেট খেলোয়াড়ের ব্যাখ্যায় তিনি বলেন, একজন গ্রেট প্লেয়ারের দৃঢ়তা লাগে। বাবরের খেলায় যে কেউ সেটি খুঁজে পাবে। টেস্টে তার ব্যাট কত চওড়া হয়, ওয়ানডেতে তার কতটা অবদান। খেলার পরিস্থিতি বুঝে সে কীভাবে পরিস্থিতির বদল করে দেয়।  

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর