বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৩ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
২৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ভায়াডাক্ট স্থাপন শুরু চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান দেশে কমেছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সংখ্যা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন
২০৮

কুষ্টিয়ায় গুদাম থেকে ৪০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ মে ২০২২  

কুষ্টিয়া শহরের পাইকারি মার্কেট বড়বাজারের একটি দোকানের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৪০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল সমকালকে জানান, মঙ্গলবার দুপুরে বড়বাজারে অভিযানে নামে ভোক্তার অধিকারের একটি টিম মা ফুড প্রোডাক্টে অভিযান চালায়। এসময় তাদের গোডাউনে ব্যারেল ভর্তি প্রায় ৪০ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। এসব তেলে ঈদের আগে কিনে তা গোডাউনে রেখে দেওয়া হয়েছিল। 

সুচন্দন মন্ডল বলেন, বেশি দামে এসব তেল বিক্রি করা হচ্ছিলো। এ অপরাধে দোকানের মালিক বুদ্ধু নাথ কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে কেনা দরে এসব তেল বাজারে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর