শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
৮৭৬০৫

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, আট মালিককে জরিমানা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩  

পরিবেশ রক্ষায় সচেষ্ট হয়েছে সরকার। তাই নিয়মিত অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদফতর। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ আট ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে আট মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিনভর অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।

অর্থদণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো- এআরবি ব্রিকস, এমএমএ ব্রিকস, এবিসি ব্রিকস, এমএসবি ব্রিকস, কেআরবি ব্রিকস, আরজেডবি ব্রিকস, এসএএন ব্রিকস ও এইচ আর বি ব্রিকস।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আতাউর রহমান জানান, ইটভাটা উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় চরসাদিপুরে এসব অবৈধ ইটভাটাকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয় না।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, কাগজপত্র না থাকায়, কৃষিজমি ব্যবহার, কয়লার বদলে কাঠ পোড়ানোসহ নানা অপরাধে আট ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সময় স্বল্পতার কারণে সবগুলো ইটভাটায় অভিযান চালানো যায়নি। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর