শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
১০৪

কুমারখালীতে ৩৮ ভিক্ষুক পেলেন আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩  

কুষ্টিয়ার কুমারখালীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মস্থানের জন্য ৩৮ জন ভিক্ষুকের মাঝে দুই লক্ষ ২৫ হাজার নগদ টাকা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে ভিক্ষুকদের মাঝে নগদ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, উপজেলায় তালিকাভুক্ত ৩৬৭ জন ভিক্ষুক রয়েছেন। তাদের মধ্যে ৩৮ জনকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য প্রত্যেককে ৮ হাজার ৫৫০ টাকা করে প্রদান করা হয়েছে। বরাদ্দ পেলে পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
এদিকে চেক পাওয়ার পরে ভিক্ষুকরা জানান, তারা আর পথেঘাটে ভিক্ষাবৃত্তি করবেন না। প্রাপ্ত টাকা দিয়ে ছোট খাটো ব্যবসা বা ছাগল পালন শুরু করবেন। 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর