শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১   ১৬ শাওয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
৬৪৮

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে 

কুমারখালী প্রতিনিধি

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে নামার আগের বর্ধিত সভা করেছে কুমারখালী উপজেলা আওয়ামী লীগ। সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। এ সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ উপস্থিত ছিলেন। 

সোমবার বেলা ১১টায় স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে এ বর্ধিত সভা শুরু হয়। দলের তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভার কার্যক্রম চলে দীর্ঘসময় যাবৎ।

কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান খানের সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান। এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র সামছুজ্জামান অরুন, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক ও খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক পিপি এ্যাড. মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদ হোসেন, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ্উদ্দিন খান তারেক, শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান আলী মোল্লা প্রমুখ। 

প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের একটাই লক্ষ্য থাকবে আমরা প্রতিপক্ষকে পরাজিত করবো এবং নির্বাচনে জয়ী হবো। 

কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান খান বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার স্বার্থে, দেশ ও সমাজকে বদলে দিতে এবং নিজেরা ভালো থাকতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করা সম্ভব হবেনা। এ জন্য সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামার আহবান জানান তিনি।

আসন্ন নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, মানুষ ও সমাজের সামাগ্রিক উন্নয়নে নিয়োজিত থাকবো। দলীয় নেতাকর্মীদের প্রতি যথাযথ সম্মান শ্রদ্ধা প্রদর্শন সহ সবাইকে সাথে নিয়ে কাজ করবো এবং সরকারের ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি সুখে-দু:খে মানুষের সেবক হিসেবে থাকতে চাই। এ সময় তিনি নৌকার বিজয়ের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে দলীয় নেতাকর্মীদেরকে কাজ করার আহবান জানান। 

কুমারখালী শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বর্ধিত সভায় জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম, চর সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান, চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, নন্দলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান, বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর, চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আজম হান্নান, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছামিউর রহমান সুমন প্রমুখ।

অন্যান্যের মধ্যে পৌরসভার প্যানেল মেয়র ও যুবলীগ নেতা হারুন অর রশীদ হারুন, কাউন্সিলর মাহাবুব আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর