বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৩ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
২৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ভায়াডাক্ট স্থাপন শুরু চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান দেশে কমেছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সংখ্যা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন
৩৪১

পৃথকভাবে অনুষ্ঠিত হবে ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১  

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ‘ডি’ ইউনিটের অধীনে পৃথকভাবে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মঙ্গলবার (৬ এপ্রিল) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান নিশ্চিত করছেন।

তিনি বলেন, ‘ধর্মতত্ত্ব অনুষদ বাদে বাকি সব অনুষদের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আমরা শুধুমাত্র এ অনুষদের পরীক্ষা আগের পদ্ধতি অনুসারেই পৃথকভাবে নিতে চাচ্ছি। পরীক্ষার তারিখ পরে জানানো হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদ ব্যতীত অন্যান্য অনুষদের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদ না থাকায় পৃথকভাবে এ অনুষদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আগের পদ্ধতি অনুসারেই এ পরীক্ষা নেয়া হবে বলে জানা গেছে। এছাড়া পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার ।

সোমবার (৫ এপ্রিল) বেলা ১১টায় ভার্চুয়াল সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আওতায় আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ রয়েছে। বিভাগ তিনটির প্রতিটিতে ৮০টি করে মোট ২৪০টি আসন রয়েছে।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর