শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত শিল্পায়ন করতে হবে ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর এক সফটওয়্যারের আওতায় সব সরকারি চাকরিজীবী
৩১০

চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ ১ জন আটক

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ মো. ইমরান হোসাইন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৯ টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত ইমরান ঝিনাইদহের সালিয়া গ্রামের হাসানুজ্জামান মুন্সির পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একটি দল কুকিয়া চাঁদপুর গ্রামের প্রতিবন্ধী স্কুলের সামনে দর্শনাগামী রাস্তায় চেকপোস্টে একটি মিনি ট্রাকে তল্লাশি চালায়। তল্লাশিকালে ওই মিনি ট্রাকের পিছনে ধানের পোয়ালের গাদার নিচে বিশেষ অবস্থায় রক্ষিত ২০০ (দুইশত) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ কোডিন জাতীয় মাদক ফেনসিডিল ও ০৪( চার) কেজি গাঁজা উদ্ধার করেন। 

ট্রাকের চালক ইমরান গাঁজা ও ফেনসিডিল এর দায়-দায়িত্ব স্বীকার করে ঘটনায় জড়িত তার সহযোগীর নাম ঠিকানা প্রকাশ করেছেন। 

ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলাকে মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। সেই লক্ষ্যে চুয়াডাঙ্গা পুলিশ বাহিনী রাতদিন কাজ করে যাচ্ছেন।
 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর