শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত শিল্পায়ন করতে হবে ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর এক সফটওয়্যারের আওতায় সব সরকারি চাকরিজীবী
৪০৪

খোকসায় জেলের জালে বিশালাকৃতির বাঘাইড় মাছ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১  

কুষ্টিয়ার খোকসা উপজেলায় পদ্মা নদীতে মিজানুর রহমান নামে এক জেলের জালে ২৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে পদ্মা নদীর আমবাড়িয়া এলাকায় মাছটি ধরা পড়ে। এ সময় বিশালাকৃতির বাঘাইড় মাছটি দেখার জন্য কৌতূহলী মানুষের ভিড় জমে উঠে।

মিজানুর রহমান জানান, মাছটি তিনি একই এলাকার আবু বক্করের ছেলে ব্যবসায়ী সিরাজুল ইসলামের কাছে ৯০০ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন। গত পাঁচদিন আগে একই এলাকায় পদ্মা নদীতে তিনি পাঁচটি বাঘাইড় মাছ পেয়েছিলেন। সেই ওজন ছিল ৭৬ কেজি। সবমিলিয়ে গত পাঁচ দিনে তিনি প্রায় দুই লাখ টাকার বাঘাইড় মাছ বিক্রি করেছেন। 

তিনি আরও জানান, চলতি মৌসুমে পদ্মা নদীতে ইলিশের তেমন দেখা মেলেনি। তবে বাঘাইড় মাছ ভালো পেয়েছেন। ইলিশের চেয়ে এই মাছের দামও ভালো পেয়েছেন। বাঘাইড় মাছ বিক্রি করতেও তেমন অসুবিধা হয় না। ক্রেতা এবং দাম দুটোই ভাল পাওয়া যায়।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর