শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
৩৯৭

কুষ্টিয়ায় তাঁতীলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১  

করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি কুষ্টিয়ার জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে জেলা তাঁতীলীগ।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে জেলা তাঁতীলীগের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করা হয়।

জানা গেছে, মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশজুড়ে সরকার নির্দেশিত সাত দিনের লকডাউন চলছে। সীমিত পরিসরে প্রায় সব কিছু খোলা থাকায় লকডাউনেও অনেকটা বাধ্য হয়েই বাইরে বের হচ্ছেন মানুষ। এ অবস্থায় এলাকার জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলা তাঁতীলীগের উদ্যোগে জেলা শহরের কাটাইখানা মোড়, মজমপুর গেট এলাকা, এনএস রোড, সরকারী কলেজ মাঠ চত্বর, চৌড়হাস বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়। এ সময় শহরে চলাচলকারী ইজিবাইক, ভ্যান, রিকশাচালকসহ শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। 

এ সময় বক্তারা বলেন, করোনা থেকে বাঁচতে মানুষকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। আপনারা যতটা সম্ভব ঘরে থাকুন। সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেকে, নিজের পরিবারকে এবং দেশকে সুরক্ষিত রাখতে হবে।

এ সময় তাঁতীলীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
 

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর