বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৪ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
ঈদের সময় রেমিট্যান্স এসেছে সাড়ে ৯ হাজার কোটি টাকা হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু: ওবায়দুল কাদের দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.১ শতাংশ: এডিবির পূর্বাভাস চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি দুটি যুদ্ধ জাহাজের পাহারায় আমিরাতের পথে এমভি আব্দুল্লাহ চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান বাংলাদেশে আশ্রয় নিলেন বিজিপির আরও ১৩ সদস্য
৫২২

কুষ্টিয়ার মিরপুরে করোনায় বন্ধ স্কুল মাঠ দখল করে সভাপতির ধানচাষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১  

কোমলমতি শিক্ষার্থীদের কলকাকলীতে মুখরিত মাঠটি এখন বিরাট কৃষি ক্ষেত্র। এটি দেখে আর কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটি এক সময় স্কুলের মাঠ ছিল। করোনা মহামারির সুযোগ নিয়ে স্কুলের খেলার মাঠটি দখল করে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আজম কেরু সেখানে ধানচাষ করছেন।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুলটির জমি সরকারি দলিলকৃত সম্পত্তি। সরকারিকরণে চিঠিও এসেছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন। তবে করোনার কারণে সরকারি নিদের্শনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে সেখানে ধানের চাষ করছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আজম।

স্কুলের কয়েকজন শিক্ষার্থী বলেন, আগে মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলা হতো। স্কুলের সভাপতি রুহুল আজম ধানচাষ করায় বেশ কিছুদিন ধরে খেলাধুলা বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের দাবি, তাদের খেলাধুলার মাঠটি আবার ফিরিয়ে দেয়া হোক।

রামনগর পশ্চিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল বলেন, স্কুলটির জমি সরকারি দলিলকৃত সম্পত্তি। প্রতিষ্ঠানটির শিক্ষার মান ভালো ছিল। তবে ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয় মাঠে ধানচাষ কেন যে করছেন তা আমার জানা নেই।

এ ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আজম কেরু বলেন, এতো বড় একটি জায়গা ফেলে রাখবো কী করে? তাই ধানচাষ করেছি।

মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ দখল করে এ ধরনের কাজ করার কোনো সুযোগ নেই। এমনটি হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বলেন, এমন কাজের সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না। দ্রুত ওই বিদ্যালয়ের মাঠে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর