বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

 কুষ্টিয়ার  বার্তা
সর্বশেষ:
২৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ভায়াডাক্ট স্থাপন শুরু চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান দেশে কমেছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সংখ্যা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন
২৮২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক:

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০  

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাজিল ৩য় বর্ষের (অনিয়মিত) পরীক্ষা ২০১৮ এর ফল সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেয়া দুই হাজার ১৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন দুই হাজার ৯৪ জন। পাসের হার ৯৭ দশমিক ২৫ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দুপুর ১২টায় এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ।

এ সময় প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ, উপপরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রকাশিত ফলে কোনো প্রকার অসঙ্গতি দেখা গেলে হলে পরবর্তী ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে অবহিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://iu.ac.bd/) থেকে ফল জানা যাবে।

 কুষ্টিয়ার  বার্তা
 কুষ্টিয়ার  বার্তা
এই বিভাগের আরো খবর